ডেস্ক রিপোর্ট>> জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।
সোমবার বেলা ১১টায় তাদের কর্মবিরতি শুরু হয়। একই সময় থেকে তারা উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জহির উদ্দিন আহমেদ বলেন, দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি পালন করব। পাশাপাশি আমরা অবস্থান কর্মসূচিও পালন করছি।
শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক সৈয়দ সামসুল অালম বলেন, এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার সঙ্গে জড়িত পেছনের কারিগরদের চিহ্নিত করে শাস্তি দাবি করছি।
উল্লেখ্য, শনিবার শাবিতে একটি ফেস্টিভাল চলাকালীন ড. জাফর ইকবালের ওপর হামলা করে ফয়জুর রহমান নামে এক যুবক।