৬ই অক্টোবর, ২০২৪ ইং, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ


শিক্ষিকা ও তাঁর মেয়েকে ধর্ষণের হুমকি দিল ক্লাস সেভেনের ছাত্র!

আন্তর্জাতিক ডেস্ক>> স্কুলের শিক্ষিকা ও তাঁর মেয়েকে ধর্ষণের হুমকি দিল ক্লাস সেভেনের এক ছাত্র। ভারতের উত্তরাঞ্চলের শহর গুরুগ্রামের একটি নাম করা স্কুলে ঘটেছে এই ঘটনা। ছেলেটির সঙ্গে একই ক্লাসে পড়ে শিক্ষিকার কন্যা। ওই একই স্কুলে আবার ক্লাস এইটের এক ছাত্র এক শিক্ষিকাকে মেইল করে তার সঙ্গে ক্যান্ডেললাইট ডিনার ও সেক্স করার অনুরোধ করেছে।

দুটি ঘটনাই ঘটেছে গত সপ্তাহে। ধর্ষণের হুমকি পাওয়া শিক্ষিকা স্কুলে এলেও, তাঁর কন্যা আতঙ্কে আর স্কুলে যেতে পারেনি। ওই শিক্ষিকা ও তাঁর কন্যার পরিচিতি যাতে প্রকাশ্যে এসে না-যায়, সে জন্য স্কুলের নামটি প্রকাশ করা হয়নি।

স্কুল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। দোষী ছাত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনাকে কিছুতেই বরদাস্ত করবে না স্কুল।’

এদিকে, শিশুকল্যাণ কমিটির চেয়ারপার্সন শকুন্তলা ধুল বলেছেন, ‘স্কুল ও শিশুটিকে একটি নোটিশ পাঠানো হবে। তাদের ডেকে গোটা ঘটনা জানা হবে। ওই শিক্ষিকা ও শিশুটির কাউন্সেলিং সেশন হবে।’

শিশুদের হাতে প্রচুর প্রযুক্তিগত ডিভাইস চলে যাওয়াতেই তারা এসব করছে বলে মত বিভিন্ন স্কুলের প্রিন্সিপালদের। এইচডিএফসি স্কুলের প্রিন্সিপাল অঙ্কিতা মাক্করের মতে, ‘আজকাল শিশুরা অনেক প্রযুক্তিগত ডিভাইস হাতে পেয়ে যাচ্ছে। আমরা জানি না, ওরা কী দেখছে আর কোন সাইটে চলে যাচ্ছে।’

অ্যামিটি ইন্টারন্যাশনার স্কুলের প্রিন্সিপাল আরতি চোপড়া বললেন, ‘শিশুটি নিশ্চয়ই বাড়িতে অস্বস্তিকর পরিস্থিতিতে থাকে। কারো সঙ্গে কথা বলে না। এ ক্ষেত্রে তার চেপে থাকা সেন্টিমেন্টগুলোর বিস্ফোরণ ঘটেছে।’

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া