১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ


শ্যামনগরের বিভিন্ন স্কুলে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ল্যাপটপ ও বই বিতরণ

রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি» সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সোমবার (২৯অক্টোবর) দুপুর ১২টায় স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশের আয়োজনে বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়ে ১টি করে ল্যাপটপ, ৫টি বিদ্যালয়ে লাইব্রেরির বই, ৪টি বিদ্যালয়ে অতিরিক্ত ক্লাসের সম্মানী বাবদ ৩৬হাজার টাকা প্রদান করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান স্কুলগুলোতে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ দেয়ার পরামর্শ দেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম খান, ভাব বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম. এ. আলিম খান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি শ্যামনগর শাখার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবাশীষ মন্ডল, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল আলম, রমজাননগর তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামরঞ্জন বিশ্বাস, শওকতনগর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার বাউলিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম।