২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ


শ্যামনগরে উপজেলা ও পুলিশ প্রশাসনের বিশেষ মহড়া

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি» শুক্রবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে জেলা প্রশাসক সাতক্ষীরার নির্দেশনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্টানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এক বিশেষ মহড়ার আয়োজন করা হয়।
মহড়া চলাকালিন সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান,উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন সরকার,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফারুক হোসাইন সাগর,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ,অফিসার ইনচার্জ (তদন্ত) আনিচুর রহমান মোল্যা,র‌্যাব-৬ এর মুন্সিগঞ্জ ক্যাম্পের সকল কর্মকর্তাবৃন্দ,থানা পুলিশের সকল এস আই,এ এসআই ও পুলিশ সদস্যবৃন্দ,উপজেলা আনসারভিডিপি সদস্যবৃন্দ। মহড়াকালিন সময়ে সকল বাহিনীর সদস্যবৃন্দ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।