১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ


শ্যামনগরে এসএসসি ও দাখিল পরীক্ষায় অনুপস্থিত ৩৩জন

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি» সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ৩৩জন। এর মধ্যে এসএসসিতে অনুপস্থিত ১০জন ও দাখিলে ২৩জন।
উপজেলার ৩টি মূল কেন্দ্রে এসএসসি ও ২টি মূল কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব সুত্রে প্রকাশ এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৯৭৮ জন এর মধ্যে উপস্থিত ৯৭২জন অনুস্থিত ৬জন। তার মধ্যে ১জন ছাত্র ও ৫জন ছাত্রী। নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র সচিব সুত্রে প্রকাশ মোট পরীক্ষার্থী ৬০৬জন উপস্থিত ৬০৪জন। অনুপস্থিত ১জন ছাত্র ও ১জন ছাত্রী। নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সচিব সুত্রে প্রকাশ এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮৫৯জন এর মধ্যে উপস্থিত ৮৫৭জন । অনুপস্থিত ২জন ছাত্র।
অপরদিকে দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব সুত্রে প্রকাশ শ্যামনগর কেন্দ্রিয় মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ৬২৯জন এর মধ্যে উপস্থিত ৬১১জন । অনুপস্থিত ১৮জন। নওয়াবেঁকী বিড়াল্ক্ষী মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৯৯জন এর মধ্যে অনুপস্থিত ৪জন।
জানা যায় উপজেলায় নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দের ভেন্যু শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ। নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয়ের ভেন্যু ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। শ্যামনগর কেন্দ্রিয় মাদ্রাসায় দাখিল পরীক্ষার ভেন্যু হল জোবেদা সোহরাব মাধ্যমিক বিদ্যালয়।
সকল কেন্দ্র সচিব জানান ১ম দিনে পরীক্ষা সুষ্ট ও শান্তি পূর্ণভাবে অনুষ্টিত হয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান,উপজেলা সহকারি কমিশনার ভূমি সুজন সরকার,যশোর বোর্ড এর ভিজিলেন্স টিমের সদস্য অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ প্রমুখ।
রনজিৎ বর্মন