রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি» সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কৃষ্ণা রানী(১৫) নামে এক স্কুল ছাত্রী রবিবার সন্ধ্যায় নিজ বাড়ীতে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার রমজাননগর ইউপির রমজাননগর গ্রামের গণেশ চন্দ্র মন্ডলের বড় কন্যা ও ভেটখালী এ করিম মাধ্যামিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
জানা যায় তার মা লেখাপড়া জন্য বকাবকি করলে সবর অজান্তে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করে। কৃষ্ণা রানী দুই বোনের মধ্যো বড়।