৩রা ডিসেম্বর, ২০২৪ ইং, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ


শ্যামনগরে জেএসসিতে পাশের হার ৮৫% ও জেডেসিতে ৯৭%

রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা)» সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জেএসসিতে পাশের হার ৮৫.৩৬% ও জেডিসিতে পাশের হার ৯৭.৪৪%। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে প্রকাশ উপজেলায় ৪৪টি মাধ্যমিক ও নিম্ম মাধ্যমিক প্রতিষ্ঠানে মোট জেএসসি পরীক্ষার্থী ছিল ৩৪৮৪ জন এর মধ্যে পাশ করেছে ২৯৭৪জন। পাশের হার ৮৫.৩৬%। এ+ প্রাপ্ত সংখ্যা ৫১জন। শতভাগ প্রতিষ্ঠানের সংখ্যা নাই। সবচেয়ে বেশি এ+ প্রাপ্ত প্রতিষ্ঠান নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সংখ্যা ৮জন। উপজেলার ৩৬টি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে মোট জেডেসি পরীক্ষার্থীর সংখ্যা ১৫৬২জন এর মধ্যে পাশ করেছে ১৫২২জন। পাশের হার ৯৭.৪৪%। এ+ প্রাপ্তের সংখ্যা ২০জন। শতভাগ পাশ প্রতিষ্ঠানের সংখ্যা ১১টি। সবচেয়ে বেশি এ+ প্রাপ্ত প্রতিষ্ঠান হল জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসা। সংখ্যা ৬জন।