১৭ই মার্চ, ২০২৫ ইং, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ


শ্যামনগরে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ৫২১৪ জন

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি» সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এবার জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী মোট ৫২১৪জন। উপজেলায় ৫টি মুল কেন্দ্র ও ৫টি ভেন্যু কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে প্রকাশ জেএসসিতে শিক্ষার্থীর সংখ্যা ছাত্র ১৬০৮জন ও ছাত্রী ১৮৯৮ জন মোট ৩৫০৬জন ।জেডিসিতে শিক্ষার্থীর সংখ্যা ছাত্র ৬৪৭জন ও ছাত্রী ১০৬১জন মোট ১৭০৮জন। উভয় পরীক্ষায় সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা ৫২১৪জন।

SUBSCRIBE OUR CHANNEL

কেন্দ্র অনুযায়ী পরীক্ষার্থীর সংখ্যা নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ৬২০ জন ও ছাত্রী ৭৬৯ জন মোট ১৩৮৯জন। নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্র ৫১৩জন ও ছাত্রী ৪৫৩জন মোট ৯৬৬জন। নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ৫৩৫ জন ও ছাত্রী ৬১৬জন মোট ১১৫১জন।
জেডিসির শ্যামনগর কেন্দ্রিয় মাদ্রাসা কেন্দ্রে ছাত্র ৪০৪জন ছাত্রী ৬১২জন মোট ১০১৬ জন। নওয়াবেঁকী বিড়াল²ী মাদ্রাসায় ছাত্র ২৪৩জন ও ছাত্রী ৪৪৯জন মোট ৬৯২জন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান বলেন শতভাগ নকলমুক্ত পরিবেশে সরকারি নির্দেশনার আলোকে পরীক্ষা চলবে।