৩রা ডিসেম্বর, ২০২৪ ইং, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ


শ্যামনগরে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৬ হাজার ৯শত ৬৬জন

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করছে ৬ হাজার ৯শত ৬৬জন। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৬ হাজার ১শত ৮৫জন ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৭ শত ৮১জন।
উপজেলা শিক্ষা অফিসার এবিএম নাজমুল হক জানান উপজেলার ১২টি ইউনিয়নে ১৪ কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্টিত হবে। কেন্দ্র অনুযায়ী পরীক্ষার্থীর সংখ্যা ভূরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সমাপনীর পরীক্ষার্থী ৪০৬ জন ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর পরীক্ষার্থী ৬৩জন, গোবিন্দপুর আবু হানিফ উচ্চ বিদ্যালয়ে প্রাথমিকে ৪৫১ জন ও ইবতেদায়ীতে ১১২জন,
নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিকে ৬৬১ জন ও ইবতেদায়ীতে ৪৬জন,নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিকে ৩৮৬ জন ও ইবতেদায়ীতে ৪৩জন,কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিকে ৪১৫ জন ও ইবতেদায়ীতে ৭৬জন,ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিকে ৪৩৭ জন ও ইবতেদায়ীতে ৪১জন,বনশ্রী শিক্ষা নিকেতন প্রাথমিকে ৫৮১ জন ও ইবতেদায়ীতে ৬২জন,গুমানতলী ফাজিল মাদ্রাসাতে প্রাথমিকে ৭৯৪ জন ও ইবতেদায়ীতে ৩৮জন,আড়পাঙ্গাশিয়া পি.এন মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিকে ৩৮০ জন ও ইবতেদায়ীতে ৪৪ জন,নওয়াবেঁকী বিড়ালক্ষী কাদেরিয়া মাদ্রাসা প্রাথমিকে ৬১৮ জন ও ইবতেদায়ীতে ৭৫জন,পাখিমারা আমিনিয়া দাখিল মাদ্রাসা প্রাথমিকে ২১৪ জন ও ইবতেদায়ীতে ৩১জন,৪৬ নং পাতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিকে ১৮৯ জন ও ইবতেদায়ীতে ৩৮জন,গাবুরা জিএল এম মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিকে ৩৪৬ জন ও ইবতেদায়ীতে ৪৬জন এবং চাঁদনীমুখা পি.জে আলিম মাদ্রাসাতে প্রাথমিকে ৩০৭ জন ও ইবতেদায়ীতে ৬৭জন।
উপজেলা শিক্ষা অফিসার বলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান বৃহস্পতিবার সকালে সকল কেন্দ্র সচিবদের সাথে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন । তিনি আরও বলেন পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে গ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে এক জন করে সরকারি অফিসার দায়িত্ব পালন করবেন।আগামী ১৮ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।