১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ


নতুন বই গ্রহণ করছে বিদ্যালয়ের এক ছাত্রী

শ্যামনগরে বই বিতরণ উৎসব উদ্বোধন

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি» সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার (১জানুয়ারি) শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে পাঠ্য পুস্তক বিতরণ লক্ষ্যে বই বিতরণ উৎসব-২০১৯ এর উদ্বোধন করা হয়।
উৎসবের উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি সুজন সরকার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন খান,উপজেলা শিক্ষা অফিসার এ বি এম নাজমুল হক,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফারুক হোসাইন সাগর,উপজেলা প্রকেীশলী আশরাফ হোসেন প্রমুখ। নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সঞ্চালনায় অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক পরিমল কর্মকার প্রমুখ।
অনুষ্ঠানে প্রাথমিক,মাধ্যমিক সহ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয় ফিতা কেটে ও মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে।