৩রা ডিসেম্বর, ২০২৪ ইং, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ


শ্যামনগরে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

রনজিত বর্মন,শ্যামনগর(সাতক্ষীরা)» সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মঙ্গলবার দুপুরে স্বোচ্ছাসেবীসংস্থা ভাব বাংলাদেশের আয়োজনে ও বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ৫টি বিদ্যালয়ের ১৫০ জন সুবিধা বঞ্চিত শিক্ষার্থী সহ শ্যামনগর উপজেলার ভাব প্রকল্পভ‚ক্ত মোট ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩২৫জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন খানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ শাকির হোসেন,ভাব বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম. এ. আলিম খান, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, কাঁঠালবাড়িয়া এ জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন প্রমুখ। অনুষ্টানে একই সাথে শ্যামনগর সরকারি মহসিন ডিগি কলেজের সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থী মোঃ নাসিম আলিকে কলেজ বৃত্তি হিসেবে এককালীন ১২ হাজার টাকা প্রদান করা হয়। শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার, স্কেল, স্কুলব্যাগ ও একটি আদর্শ মানুষ হতে চাই বই প্রদান করা হয়েছে। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখায় ভাব বাংলাদেশকে ধন্যবাদ জানান। আরও স্কুল ভাব প্রকল্পের অন্তভ‚ক্ত করার জন্য উপস্থিত অতিথিবৃন্দ ভাব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।