রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি» “জেগেছে যুব গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সাথে নিয়ে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র্যালী,আলোচনাসভা,যুব ঋণের চেক,নিবন্ধনকৃত সংগঠনের সনদপত্র বিতরণ সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান,বুড়িগোয়ালিনী ইউপি চেযারম্যান ভবতোষ কুমার মন্ডল,আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু,রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দেবী রঞ্জন মন্ডল প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সিএস এস এম আহসান হাবিব। অনুষ্টানে ১৯জন যুবকের মধ্যে ৮লক্ষ ৩২হাজার টাকার চেক ও পূর্ব গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘ,বাদঘাটা সিডিও ইয়ুথ যুব সংঘ ও হাটছোলা একতা যুব সংঘকে যুব নিবন্ধন সনদপত্র বিতরণ করা হয়।