রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি» সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ আকরাম হোসেন খান। তিনি এর পূর্বে যশোর জেলার চেীগাছা উপজেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। জানা যায় এটি তার ১১তম কর্মস্থল। তার বাড়ী ফরিদপুর জেলা সদরে। তিনি দুই কন্যা সন্তান ও এক পুত্র সন্তানের জনক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে ১৯৯৪ সালে মুন্সিগঞ্জ জেলার টুংগী বাড়ী প্রথম যোগদান করেন।
তিনি শ্যামনগরের মাধ্যমিক শিক্ষার উন্নয়ন বিষয়ে বলেন সরকারের দিকনির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবো শিক্ষা পরিবারের অভিভাবক হিসেবে। এক্ষেত্রে তিনি সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন।
শ্যামনগর উপজেলায় সদ্য যোগদানকৃত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন খানের পূর্বে আবুল কালাম রফিকুজ্জামান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আবুল কালাম রফিকুজ্জামানের নতুন কর্মস্থল যশোর চেীগাছা উপজেলা।