১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ


শ্যামনগরে মিনিষ্টার শোরুমে নির্বাচনী আমেজে অফার উৎসব বিষয়ে মতবিনিময় সভা

রনজিৎ বর্মন শ্যামনগর,(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে মিনিষ্টার শোরুমের আয়োজনে নিজস্ব শোরুম হল রুমে রোববার (১১নভেম্বর) নির্বাচনী আমেজে মিনিষ্টার মেতেছে অফার উৎসবে বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শ্যামনগর মিনিষ্টার শোরুমের ম্যানেজার কামরুজ্জামান বাঁধনের সভাপতিত্বে রবিবার এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিনিষ্টার হাই টেক পার্ক বা মিনিষ্টার এর ডিভিশনাল ম্যানেজার আবু রায়হান কাজল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক রনজিৎ বর্মন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শোরুম শ্যামনগরের কর্মকর্তা আবু শামিম,রবিউল ইসলাম,শাকিল আহম্মেদ,গ্রাহক সোয়েব,তৈয়ুব প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন মিনিষ্টার পণ্য দেশীয় পণ্য। এটি সংসদ নির্বাচনকে সামনে রেখে মেতেছে অফার উৎসবে। বিভিন্ন পণ্য ক্রয় করলে তার সাথে গ্যাস স্টোভ,সিলিং ফ্যান,টেবিল ফ্যান,ব্লেন্ডার সহ অন্যান্য উপহার দিচ্ছে। বক্তারা মিনিষ্টার পণ্যর বিভিন্ন গুণাগুণ তুলে ধরেন।