রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) » সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার দুপুরে উপজেলা স্কুল , মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্তরে উপজেলা পর্যায়ের স্কুল -মাদ্রাসার ৪৮ তম শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আবুল হোসেন মিয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন খান,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফারুক হোসাইন সাগর,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান,নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান ,জোবেদা সোহরাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার,মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,বিভিন্ন স্কুলের শরীরর্চ্চা শিক্ষকবৃন্দ প্রমুখ।সমগ্র অনুষ্টান উপস্থাপনা করেন সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মন।উপজেলা পর্যায়ে দুই দিন ব্যাপী প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য যে পূর্বে ৪টি সাবজোনে প্রতিযোগিতা শেষে উপজেলায় প্রতিযোগিতা করা হয়।