৬ই অক্টোবর, ২০২৪ ইং, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ


শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মুদি ব্যবসায়ী নিহত

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:: সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় আবু মুছা (২৬) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে শ্যামনগর-কালিগঞ্জ মহাসড়কের খানপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান মোল্যা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘাতক ট্রাক ও চালককে আটক করার চেষ্টা চলছে।’

নিহত মুছা খানপুর এলাকার ইছাকুড় গ্রামের মৃত জবেদ আলী গাজীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল চালক একই গ্রামের গফুর গাজীর ছেলে আজিজ গাজী গুরুতর আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

মেডিক্যাল অফিসার ডা. আনিসুর রহমান জানান, আজিজ গাজীর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে তেল কেনার জন্য পাম্পে যাওয়ার সময় মালবাহী ট্রাক মুছাকে চাপা দিয়ে দ্রæত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।