৩রা ডিসেম্বর, ২০২৪ ইং, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ


সরকারি চাকরিজীবীর সন্তানদের শিক্ষা সহায়ক ভাতার বয়স বাড়ল

ক্যাম্পাস ডেস্ক» সরকারি কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের শিক্ষা সহায়ক ভাতা দেয়ার বয়সসীমা দুই বছর বাড়িয়েছে সরকার। এখন থেকে সরকারি চাকরিজীবীদের সন্তানরা ২৩ বছর বয়স পর্যন্ত এ ভাতা পাবেন। আগে ২১ বছর বয়স পর্যন্ত এ ভাতা পেতেন তারা।

শিক্ষা সহায়ক ভাতা পাওয়ার বয়স দুই বছর বাড়িয়ে তিনটি আদেশ সংশোধন করে গত ৩১ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ।

সংশোধন করা আদেশ তিনটি হলো- ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ- ২০১৫’ ‘চাকরি (স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো), (বেতন ও ভাতাদি) আদেশ- ২০১৫’ এবং ‘চাকরি (ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান) (বেতন ও ভাতাদি) আদেশ- ২০১৫।

আদেশ অনুযায়ী, সরকারি কর্মচারীদের সন্তানরা মাসে পাঁঁচশ’ টাকা করে শিক্ষা সহায়তা ভাতা পান। সর্বোচ্চ দুজন সন্তানকে এ ভাতা দেয়া হয়। স্বামী ও স্ত্রী উভয়ই সরকারি চাকরিজীবী হলে সন্তান সংখ্যা যে কোনো একজনের ক্ষেত্রে গণনা করে এ ভাতা দিচ্ছে সরকার।