ডেস্ক রিপোর্ট» সরকারিকরণ হয়েছে আরও চারটি মাধ্যমিক বিদ্যালয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। নতুন চারটিসহ বর্তমানে সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ৬৩৯টি।
যেসব উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ নেই, সেসব উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজকে সরকারিকরণের অংশ হিসেবে পঞ্চগড়ের তেঁতুলিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রংপুরের বদরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের বোয়ালখালীর কদুরখীল উচ্চ বিদ্যালয় এবং পাবনার সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারি করা হয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল উপজেলায় একটি করে সরকরি বিদ্যালয় ও কলেজ করা হবে। সেই অনুযায়ী বিভিন্ন সময়ে ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সরকারিকরণ করা হয়েছে।
সরকারি হওয়া এসব প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর চারটি, ১১ অক্টোবর ১৯টি, ৯ অক্টোবর ১৩টি, ২৮ সেপ্টেম্বর ২৫টি, ২৪ সেপ্টেম্বর ৪৩টি, ১৩ সেপ্টেম্বর ৪৪টি এবং ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়।