৬ই অক্টোবর, ২০২৪ ইং, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ


স্নাতক পাস ও প্রফেশনাল ভর্তির ২য় মেধা তালিকা বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট>>জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক পাস ও সম্মান প্রফেশনাল শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন ও ২য় মেধা তালিকা বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার SMS এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে ১ম বর্ষ স্নাতক পাস-এর ক্ষেত্রে nuatdgroll no ও সম্মান প্রফেশনাল-এর ক্ষেত্রে nuathproll no লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং একই দিন রাত ৯টা থেকে এ তালিকা ওয়েবসাইট www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions পাওয়া যাবে।