স্বাক্ষর জাল করে অর্থ লোপাটের অভিযোগে বাগেরহাট শহরের জাহানাবাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক শুক্লা রানী মন্ডলকে করাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার বাগেরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে তিনি হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।
মামলার অপর আসামি অত্র বিদ্যালয়ের অপর বরখাস্তকৃত করণিক উজ্জল কুমার পাল পলাতক রয়েছেন।
জাহানাবাদ উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রধান শিক্ষিকা শুক্লা রানী মন্ডল ও করণিক উজ্জল কুমার পাল পরিকল্পিতভাবে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও মামলার ১নং সাক্ষী তালুকদার আব্দুল বাকীর স্বাক্ষর জাল করে স্কুলের সাধারণ তহবিলের জনতা ব্যাংক লিমিটেড রেলরোড বাগেরহাট শাখা থেকে বিভিন্ন সময়ে সর্বমোট ৭৮ হাজার টাকা আত্মসাৎ করেন। স্কুলের কম্পিউটার শিক্ষক ও মামলার ২নং সাক্ষী আ. সালাম আরিফ ও অত্র স্কুলের অভিভাবক সদস্য মামলার ৩নং সাক্ষী আশরাফ মল্লিকের স্বাক্ষর জাল করে অগ্রণী ব্যাংক লিমিটেড বাগেরহাট শাখার পি.টি.এ অ্যাকাউন্ট থেকে আরও ৩০ হাজার টাকা আত্মসাৎ করেন।