৬ই অক্টোবর, ২০২৪ ইং, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ


হঠাৎ অসুস্থ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ

দৈনিক দৃষ্টান্ত রিপোর্ট : অসুস্থ হয়ে রংপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। মঙ্গলবার রাতে তিনি রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হাসপাতালে ভর্তি হন।

জানা যায়, মঙ্গলবার দিনব্যাপী দলের চেয়ারম্যান বিভিন্ন সভা সমাবেশে যোগ দিয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবন পল্লী নিবাসে হঠাৎ অসুস্থ বোধ করেন। পরে তাকে রংপুর সিএমএইচে নেয়া হয়।

এ খবর নিশ্চিত করেছেন রংপুরের এক নেতা। তবে ঠিক কী সমস্যায় এরশাদ হাসপাতালে ভর্তি হয়েছেন জানাতে পারেননি। একটু অসুস্থতা অনুভব করায় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে সমস্যা জটিল নয় বলে চিকিৎসকরা বলছেন।