১৮ই এপ্রিল, ২০২৪ ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ


ছাগলনাইয়ার ভূমি অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

ছাগলনাইয়া প্রতিনিধি : ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন ও পৌরবাসীর সুবিধার্থে বুধবার ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরীর সঞ্চালনায় ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুল প্রদীপ চাকমা ও ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

এ সময় ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি)কাজী মোহাম্মদ মহসীন উজ্জ্বল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পি, স্থানীয় রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক মাহবুব, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী, পৌরসভার প্রকৌশলী হুমায়ুন কবির প্রমুখ ।

জানা যায়, উপজেলার রাধানগর ইউনিয়ন ও পৌরবাসীর সুবিধার্থে প্রায় ৬৮ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ভবন ভূমি অফিসটি নির্মিত হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, বিগত ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা আন্দোলনের নামে ভূমি অফিসে আগুন দেয়। এতে কার্যালয়টিসহ মূল্যবাণ পুড়ে গিয়েছিল। বর্তমান সরকার নতুন ভবন নিমার্ণের উদ্যোগ নিয়েছে। এ ভূমি অফিস আমাদের সম্পদ, এর কাজের মান নিয়ে যেন কোন ধরণের প্রশ্ন না ওঠে সেদিকে ঠিকাদারী প্রতিষ্ঠান ও এলাকাবাসীকে খেয়াল রাখতে হবে ।

প্রধান অতিথির বক্তৃতায় ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় বলেন, সরকারি স্বার্থ সংরক্ষণ করে সঠিক সময়ে কাজের মান ঠিক রেখে ভূমি অফিসের নতুন ভবনের নিমার্ণ কাজ শেষ করতে হবে। এ ভূমি অফিস এলাকার মানুষের সম্পদ এলাকার মানুষের সেবা নিশ্চিত করতে হবে।