২৯শে মার্চ, ২০২৪ ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ


মিয়ানমারের হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘন, তীব্র প্রতিবাদ ঢাকার

দৈনিক দৃষ্টান্ত রিপোর্ট : মিয়ানমারের সামরিক ড্রোন ও হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা।
মিয়ানমারের সামরিক ড্রোন ও হেলিকপ্টার গত ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর আবারো বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। এ ঘটনায় ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে  শুক্রবার তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমারের সামরিক ড্রোন ও হেলিকপ্টারের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানিয়ে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র ধরিয়ে দেয়া হয় তার হাতে।
বাংলাদেশ মিয়ানমারের এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য মিয়ানমার সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে বলেছে।
এর আগে আগস্টের ২৭ ও ২৮ এবং ১ সেপ্টেম্বর কয়েক দফা বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছিল মিয়ানমারের হেলিকপ্টার। ওই সময় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিয়ানমার দূতাবাসে পাঠানো একটি কূটনৈতিক নোটে প্রতিবাদ জানানো হয়।