২৬শে এপ্রিল, ২০২৪ ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ


ক্রীড়া পরিষদের ১৮১ কোটি ৩০ লাখ ৬৫ হাজার টাকার বাজেট অনুমোদন

দৈনিক দৃষ্টান্ত স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রীড়া পরিষদের জন্য ২০১৭-২০১৮ অর্থবছরের উন্নয়ন ও রাজস্বখাতে মোট ১৪১ কোটি ৩০ লক্ষ ৬৫ হাজার টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী কমিটির (বাজেট) সভায় এ অনুমোদন প্রদান করা হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ড. বীরেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় ২০১৬-১৭ অর্থবছরে সংশোধিত ব্যয় ২০২ কোটি ২ লক্ষ ৭৪ হাজার টাকা এবং ২০১৭-১৮ অর্থবছরের জন্য রাজস্ব খাতে ৪৯ কোটি ৪৩ লক্ষ ৯০ হাজার টাকা ও উন্নয়ন খাতে ৬৬ কোটি ৭ লক্ষ টাকা এবং নিজস্ব উৎস হতে ২৫ কোটি ৭৫ লক্ষ ২৬ হাজার টাকার বাজেট নিয়ে আলোচনার পর অনুমোদন করা হয়।