৪ঠা মে, ২০২৪ ইং, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ


শ্যামনগরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা)» “স্কাউটিং করবো,সমৃদ্ধির সাথে এগিয়ে যাবো” এ থিমকে সামনে নিয়ে মঙ্গলবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউট শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে ৫ম উপজেলা কাব ক্যাম্প পুরির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান। সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস কমিশনার নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাঃ আব্দুল মান্নান। কাব ক্যাম্প পুরির ডেপুটি ক্যাম্প চিফ প্রশাসন নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যাজী জানান কাব ক্যাম্পে ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক অংশ গ্রহণ করেছে।অংশগ্রহণকারী হল প্রতি বিদ্যালয় থেকে ৬জন শিক্ষার্থী ও ১জন করে শিক্ষক। সমগ্র ক্যাম্পকে মূল ক্যাম্প হিসাবে বিজয় ফুল নাম করণ করা হয়েছে এবং গোপালপুর স্মৃতি সেীধ ক্যাম্প,আকাশলীনা ক্যাম্প ও কাঁঠালবাড়ীয়া বধ্য ভূমি ক্যাম্প নামে তিনটি সাব ক্যাম্প নামে ভাগ করা হয়েছে।
উদ্বোধন অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ সেলিম হোসেন, বাংলাদেশ স্কাউট শ্যামনগর উপজেলা শাখার সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,সহ সভাপতি প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন,ডেপুটি ক্যাম্প চিফ প্রোগ্রাম প্রধান শিক্ষক শফিউল আযম,কাবলিডার প্রধান শিক্ষক পরিমল কর্মকার,সহ কমিশনার প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল,কোয়াটার মাষ্টার প্রধান শিক্ষক গণেশ চন্দ্র সাহা,কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক মিজানুর রহমান,সহ কমিশনার প্রধান শিক্ষক সেলিনা কাজল,সাব ক্যাম্প চিফ হিসাবে সাতক্ষীরা থেকে উপস্থিত ছিলেন শংকর কুমার বিশ্বাস,মোঃ আজিজুল হক ও শেখ কামাল উদ্দিন ,সাংবাদিক রনজিৎ বর্মন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,অভিভাবকবৃন্দ প্রমুখ। জাতীয় সঙ্গিত পরিবেশন ও জাতীয় পতাকা এবং স্কাউটস পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্টান শুরু হয়।আগামী ২৫ জানুয়ারী ক্যাম্পের কার্যক্রম শেষ হবে।